জাতীয় শিশু কন্যা দিবস পালন করল উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমী

শিলিগুড়ি: জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতে দিনটিকে পালন করল উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমী। সোমবার শিলিগুড়ির চম্পাসারি মোড়ে জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে ছোট ছোট শিশু কন্যাদের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা করা হয়।

    শোভাযাত্রাটি চম্পাসারি এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন শোভাযাত্রার মাধ্যমে পথচলতি মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। মূলত লিঙ্গ বৈষম্য বন্ধ করুন ভ্রুণ হত্যার মত ঘটনার প্রতিবাদ জানানো হয়। এদিন উত্তরবঙ্গ আদর্শ যোগ একাডেমির কর্ণধার তথা সমাজসেবী শিব হাজরা বলেন , জাতীয় শিশু কন্যা দিবস দিনটিতে আমরা পথ চলতি মানুষকে ভ্রুণ হত্যা , নারীদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানুষকে সচেতন করছি।