|
---|
নিজস্ব সংবাদদাতা: ন্যাশানাল গার্ল টাইল্ড ডে পালিত হলো শান্তিনিকেতন থানাতে। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও শান্তিনিকেতন থানার যৌথ উদ্যোগে এই দিবসটি পালিত হয়। সহযোগী হিসেবে ইমসে ও চাইল্ড লাইন এর শান্তিনিকেতন শাখাও ছিলো। গার্ল চাইল্ডরা কোন সমস্যায় পড়লে পুলিশ প্রশাসনের কিভাবে সাহায্য নেবে, আইন তাদের জন্য কিভাবে সাহায্য করবে সে সব বিষয়ে শিশুকন্যাদের বোঝানো হয়।
এদিন শিশুকন্যাদের নিয়ে অঙ্কন ও শিশুকন্যা নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে নাটকও হয় থানা চত্বরে । উপস্হিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি দেবাশীষ পন্ডিত, ডিএলএসএ এর আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, চাইল্ড লাইন প্রতিনিধি ফজলুল হক সহ শান্তিনিকেতনের সমাজকর্মী পিংকী জৈন, ডঃ সুমিত্রা খাঁ সহ অনান্যরা ।