মুর্শিদাবাদ জেলার জঙ্গি সন্দেহে আটক ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ

নতুন গতি ওয়েব ডেস্ক: জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ এবং কেরল থেকে গ্রেফতার ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার নয়াদিল্লির বিশেষ এনআইএ আদালতে ওই চার্জশিট পেশ করা হয়েছে। এনআইএ-র দাবি, রাজধানী দিল্লি-সহ দেশ জুড়ে জঙ্গি হামলার ছক কষেছিল ধৃতরা। গত বছরের সেপ্টেম্বরে মুর্শিদাবাদের একাধিক জায়গায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে এনআইএ। একই সঙ্গে কেরলের এর্নাকুলামেও অভিযান চালানো হয়। ওই অভিযানে এর্নাকুলাম থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।

    এনআইএ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১২১, ১২১এ এবং ১২২ ধারা প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি, ১৬, ১৮, ১৮বি, ২০,৩৮ ধারা এবং বেআইনী ক্রিয়াকলাপ (প্রতিরোধ) আইনের ৪০ ধারা-সহ অস্ত্র আইনের ২৫ ধারাতেও মামলা রুজু করা হয়েছে। এনআইএ-র দাবি, আল কায়দার জেহাদি মন্ত্রে অনুপ্রাণিত ওই জঙ্গি সংগঠনের ভারতীয় শাখা ‘কায়দাতুল জিহাদ’ বা ‘আল কায়দা ইন সাবকন্টিনেন্ট’-এর সক্রিয় সদস্য এই ১১ জন।