|
---|
নতুন গতি, বীরভূম :
জাতীয় লোক আদালতে একদিনে চার হাজার
মামলার নিষ্পত্তি করা হল বীরভূমে।শনিবার সারা দেশের সঙ্গে বীরভূমের সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। এদিন সারা জেলার ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, টেলিফোন, ইলেকট্রিক বিল, মোটর দূর্ঘটনা, পুলিশ কেস সহ মোট চার হাজার মামলার মামলার নিষ্পত্তি হয় এবং সাড়ে সাত কোটি টাকা রিকভার হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। একদিনে এক সঙ্গে এত মামলার নিষ্পত্তি হওয়ায় খুশি আদালতের বিচারক থেকে বাদী বিবাদী সব পক্ষই। ন্যাশানাল লিগ্যাল সার্ভেসেস অথরিটির নির্দেশে প্রতি তিন মাস অন্তর সারা দেশের সব আদালতে এই লোক আদালত অনুষ্ঠিত হয়। সেই মতো বীরভূমের তিনটি আদালতে লোক আদালত অনুষ্ঠিত হল। বীরভূমের তিনটি আদালতে মোট ২৫ টি বেঞ্চ বসে।
উপস্থিত ছিলেন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান তথা জেলা জজ আরতি শর্মা রায় ও লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পণা রায়।