|
---|
লুতুব আলি : ন্যাশনাল ওমেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন কুইন অফ বেঙ্গল মিলি দাস। নিউ দিল্লির মহারাষ্ট্র সদনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ইউথ ডে সেলিব্রেশন, ন্যাশনাল অ্যাওয়ার্ড স এন্ড নেশনাল ইউথ পার্লামেন্ট ২০২২। এই অনুষ্ঠানে বিশেষ সম্মানে ভূষিত হলেন দমদমের ভূমিকন্যা মিলি দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীরাম দাস, মাহিন্দ্রনাথ পান্ডে। ২৮ টি রাজ্য থেকে সংস্কৃতি, সংগীত, কবিতা, গান বিভিন্ন বিষয়ে যাঁরা পারদর্শী তাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত হয়েছিলেন দমদমের ভূমিকন্যা মিলি দাস। তিনি কুইন অফ বেঙ্গল হিসাবে ও খ্যাতি অর্জন করেছেন। মিলির কবিতা দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। ইংরেজি ও বাংলায় সমানতালে কবিতা লিখে চলেছেন বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরেছেন। পিছিয়ে থাকা মহিলাদের চোখে আদর্শ হয়ে উঠেছেন। মিলি প্রত্যন্ত গ্রাম থেকে লড়াই করে উঠে এসেছেন। সম্প্রতি ইউনাইটেড কিংডম থেকে বিখ্যাত ন্যারেটর অ্যালান জনসন মিলির ইউ আর স্টিল দেয়ার এবং লাভ বাইন্স দ্যা ওয়ার্ল্ড বই দুটি থেকে সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক টেলিভিশনে আবৃত্তি করেন। দুটি কবিতা নো ডিসটেন্স ঠু ফার এবং টুমরো উইদাউট মি বাংলার বহু মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে বিদেশীদের কণ্ঠে শুনেছেন কবি মিলি দাশের কবিতা। প্রেমের কবিতা এবং মৃত্যুর কবিতায় জনপ্রিয় মুখ মিলি দাস। এক সাক্ষাৎকারে মিলি দাস জানান, এই দুর্লভ সম্মান পেয়ে আরও দায়িত্ব বেড়ে গেল। কিছুদিন আগে মিলি দাস মেঘালয় থেকে পেয়েছেন সুলভ সাহিত্য একাডেমি ন্যাশনাল অ্যাওয়ার্ড। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে কলম এবং খুন্তির জন্য তিনি জনপ্রিয়তা অর্জন করে চলেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজোরামের প্রাক্তন রাজ্যপাল অমলক রতন কোহলি, কেন্দ্রীয় মন্ত্রী ফাগান সিং কুলোস্তে, জাভিদ জমাদার, মনিশ গাওয়াই প্রমুখ।