|
---|
সেখ সামসুদ্দিন, ২ মেঃ মেমারি ১ ব্লকের মন্ডলজোনা গোরাচাঁদ ভলিবল তরুণ সংঘের খেলোয়ারদের জার্সি প্রদান অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংস্থা অন প্যাসিভ এর উদ্যোগে ৬০ জন মহিলা পুরুষ খেলোয়াড়দের জার্সি দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি মেমারি ১ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অংশুমান ঘোষ, বিশেষ অতিথি মেমারি থানার এসআই বুদ্ধদেব ঘোষ, অনুষ্ঠান সভাপতি সেখ রাকিব আলী, সম্পাদক অদ্বৈত বৈরাগ্য, প্রশিক্ষক দেবাশীষ বাগ, প্রাক্তন খেলোয়াড় শেখ শহিদুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন অন প্যাসিভ সংস্থার রাজকুমার ভট্টাচার্য্য, অনামিকা মান্ডি, পূজা সিং, অরিন্দম মান্ডি, রাহুল রায় এবং কোচ সুজয় দাস, সঞ্জয় ঘোষ, গৌতম বাগ, পায়েল দেবনাথ, অর্জুন মালিক, পিউ ঘোষ, শেখ সাওয়াম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এবং অনুষ্ঠানে দুই মহিলা খেলোয়াড় নৃত্য প্রদর্শন করেন। জয়েন্ট বিডিও ও থানার এসআই দুজনেই বক্তব্যে মন্ডলজোনা গোরাচাঁদ ভলিবল তরুণ সংঘের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পাশে সব সময় তারা আছেন ও থাকবেন বলে জানান। অতিথি বর্গ জার্সির ফিতে কেটে উদ্বোধন করে খেলোয়াড়দের হাতে তুলে দেন। পরে একটি প্রীতি ম্যাচ করা হয়।