নতুন গতি আয়োজিত ২৪তম বার্ষিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো।

নাজমুস সাহাদাত, কালিয়াচক : শনিবার নতুন গতি আয়োজিত ২৪ তম বার্ষিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল আলিয়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। এদিনের অনুষ্ঠানে বিশেষ সাহিত্য পুরস্কার, সমাজসেবা পুরস্কার ও লিটল ম্যাগাজিন পুরস্কার দেওয়া হয় বিশিষ্টজনদের। নতুন গতি আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবা পুরস্কারে পুরস্কৃত করা হয় মালদহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট (আর) স্কুল। সম্প্রতি এই টার্গেট পয়েন্ট (আর) স্কুল বিগত দশ বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় বরাবরই রাজ্যে স্থান অধিকার করেছে। এছাড়াও এই শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষার্থীরা উচ্চ শিখরে পৌঁছেছে এবং সুনামের সাথে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে টার্গেট পয়েন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বিহার ও ঝাড়খন্ড রাজ্য থেকেও এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছে। অতি স্বল্প খরচের বিনিময়ে ছাত্রছাত্রীদের গঠনমূলক যত্নসহকারে শিক্ষাদান দিয়ে এগিয়ে চলেছে। এছাড়াও বহু ছাত্রছাত্রী এমনও রয়েছে যাদের সম্পূর্ণ ছাড়ে পড়াশোনা করছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। সমাজের বুকে অসংখ্য সুযোগ্য ও মানবিক চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, কলেজের অধ্যাপক, উচ্চ পদস্থ আধিকারিক, শিক্ষক, নার্স, ডি-ফার্ম, বি- ফার্ম সহ আরও অন্যান্য জায়গায় প্রতিষ্ঠিত হাজার হাজার ছাত্রছাত্রী।

    এছাড়াও সামাজিক কাজেও এগিয়ে রয়েছে টার্গেট। করোনা ভাইরাসে যখন জর্জরিত গোটা দেশ। তখন এলাকার বহু অসহায় মানুষের দুয়ারে অন্ন পৌঁছে দেওয়া এবং গত বছরের মানিকচকের ভুতনির বন্যা কবলিত মানুষদের পাশেও মানবিকতার হাত বাড়িয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতে সমস্ত খরচ বহন করেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা সেবার পাশাপাশি সামাজিক কাজেও অভূতপূর্ব অবদানের জন্যেই কলকাতায় সমাজসেবায় পুরস্কৃত হলেন। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেনের হাতে পুরস্কার তুলে দেন জীবনবাদী লেখক ও প্রখ্যাত সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায় এবং নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নুর। অন্যদিকে কালিয়াচকের আর কৃতি ছাত্র টার্গেট পয়েন্ট স্কুলের এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গোলাম মাসুদ বিশ্বাস। সে NTA পরিচালিত JEE (MAINS)-2025 session -1 for BE/B Tech পরীক্ষায় ৯৮.২৯৫ শতাংশ নম্বর পেয়ে আবারও কালিয়াচক তথা মালদা জেলার গৌরব বৃদ্ধি করছে। এই গোলাম মাসুদ বিশ্বাস ২০২৩ সালের মাধ্যমিক বোর্ড পরিক্ষায় রাজ্যে ৭ম স্থান অধিকার করেছিল।