|
---|
আজাহার উদ্দিন : ১৯শে মার্চ রবিবার উর্দু একাডেমির সভা ঘরে সাপ্তাহিক নতুন গতি আয়োজিত ধুমকেতু পত্রিকার শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হলো। সভা শুরু হয় পবিত্র কোরআন পাঠ দিয়ে। নজরুলের ধুমকেতু জ্বলে ওঠা শতবর্ষ স্মারক বক্তৃতা দেন প্রাবন্ধিক কামরুজ্জামান।এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড, মিরাতুন নাহার, সরকারি প্রাক্তন আধিকারিক সৈয়দ নাসির উদ্দিন, অধ্যাপক কুমারেশ চক্রবর্তী, ভাষা চেতনা সমিতির সম্পাদক ড, ইমানূল হক, আলিয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড, সাইফুল্লাহ, অধ্যাপক ড, তৌহিদ হোসেন, সাহিত্যিক আব্দুর রউফ, কবি মনিরা খাতুন, আরেফা গোলদার, সিদ্ধার্থ সিংহ, আব্দুল মান্নান, বাকীবিল্লাহ মণ্ডল, সুবিদ আলী মোল্লা,সংগীত শিল্পী পলাশ চৌধুরী, মধুবন চক্রবর্তী, সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় কবি আলমগীর রহমানকে। আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই ধুমকেতু পত্রিকার শতবর্ষ উদযাপন উপলক্ষে কবি নজরুল ইসলামের বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরেন। নজরুলকে নিয়ে এ বাংলায় সাহিত্য সংস্কৃতি চর্চা গবেষনা বিভিন্ন স্তরে আরো বাড়ানো হোক বলে জানান নজরুল অনুরাগীরা। বাংলায় একটি প্রবাদ আছে ‘রতনে রতন চেনে, বাংলার সমাজ যখন নজরুল কে কবি বলে মানতে চাইছিলেন না তখন রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক উৎসর্গ করে নজরুলকে কবি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নুর বলেন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কবি সাহিত্যিকরা এসেছেন আমি সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এদিন অনুষ্ঠানে কবি সাহিত্যিকরা টাটকা কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মুজতবা আল মামুন, ম্যানেজার রফিক উদ্দিন মন্ডল।