অবশেষে দেশে ফিরছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

নতুন গতি নিউজ ডেস্ক: অবশেষে দেশে ফিরছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর নামে পাসপোর্ট ইস্যু করেছে তাঁর ভাই শাহবাজ শরিফের সরকার। জরুরি ভিত্তিতে ‘অর্ডিনারি’ ক্যাটেগরিতে জারি করা হয়েছে পাসপোর্ট।

    বিশ্লেষকদের মতে, নওয়াজের দেশে ফেরার বিষয় নিয়ে বেশি জলঘোলা হোক, তা চাইছেন না পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাই এখনই কূটনৈতিক পাসপোর্ট জারি করছেন না তিনি। তাঁর প্রত্যাবর্তন বাস্তবায়িত হলে পাকিস্তানের রাজনীতিতে এক নতুন মোড় আসবে।

    বর্তমানে লন্ডনে রয়েছেন নওয়াজ শরিফ। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। উল্লেখ্য, ২০১৭ সালে পাকিস্তানি সুপ্রিম কোর্টের রায়ে গদি চলে গিয়েছিল নওয়াজের। তারপরই তাঁর বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতি মামলার তদন্ত শুরু করে ইমরান সরকার। ২০১৮ সালে অ্যাকাউন্টেবিলিটি কোর্ট আল-আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় নওয়াজকে সাত বছরের কারাবাসের সাজা দেয়। পাশাপাশি অ্যাভেনফিল্ড সম্পত্তি সংক্রান্ত মামলায় সব মিলিয়ে মোট ১১ বছরের জেল হয় তাঁর। তার উপরে ৮ মিলিয়ন পাউন্ড জরিমানাও হয়। ২০১৯ সালে চিকিৎসার জন্য নওয়াজকে লন্ডন যাওয়ার অনুময়ী দেয় লাহোর হাই কোর্ট। তারপর আর দেশে ফেরেননি তিনি। নির্ধারিত সময়ে দেশে না ফেরায় ২০২১ সালে তাঁকে ‘ঘোষিত অপরাধী’র তকমাও দেয় ইসলামাবাদ হাই কোর্ট।