রক্তদান শিবির ও বিনামূল্যে গ্রুপ নির্ণয় ক্যাম্প এর মাধ্যমে পথ চলা শুরু করলো নয়াগ্রাম সমাজ কল্যাণ ক্লাব

নিজস্ব সংবাদদাতা , নতুন গতি, নয়াগ্রাম: রক্তদান শিবির ও বিনামূল্যে গ্রুপ নির্ণয় ক্যাম্প এর মাধ্যমে পথ চলা শুরু করলো নয়াগ্রাম সমাজ কল্যাণ ক্লাব। রবিবার নয়াগ্রাম সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শিবশঙ্কর সরেন, প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা , ক্লাবের সম্পাদক সাবির খান, সভাপতি সেখ মিনাজ সহ বিশিষ্টজন। এদিন শিবিরে 33 জন পুরুষ ও 6 জন মহিলা সহ্ মোট 39 জন রক্তদান করেন।


    এছাড়াও এদিন মেদিনীপুর থেকে ‘টিম রক্তযোদ্ধা’ এর মেডিক্যাল টিম উপস্থিত থেকে রক্তের গ্রুপ নির্ণয় করেন।এদিন শিবিরে রক্তের গ্রুপ নির্ণয় হয়েছে 160 জনের। মেদিনীপুর থেকে ‘টিম রক্তযোদ্ধা’ এর মেডিক্যাল টিমে ছিলেন মেডিক্যাল টেকনোলজিস্ট শুভদীপ দন্দপাট, শুভদীপ মালিক,সেখ মুস্তাফিজুর রহমান প্রমুখ। নয়াগ্রাম সমাজকল্যাণ ক্লাবের সদস্য শাহবাজ খান জানিয়েছেন এটি ক্লাবের প্রথম ক্যাম্প। প্রথম ক্যাম্পে যেভাবে সাড়া মিলেছে আশা করে, পরবর্তী ক্যাম্প এর থেকেও অনেক বড়ো হবে।