|
---|
আয়ুব আলি – নতুন গতি : উত্তর ২৪ পরগনার নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ পাঁচ পাঁচ করে পঞ্চান্ন বর্ষের ( দ্বিতীয় পর্বের) নাট্য মেলা য় ১৩ টি নাটক মঞ্চস্থ হয়। নৈহাটি ঐকতান প্রেক্ষাগৃহে গত ১৩-১৬ ফেব্রুয়ারি নাট্যমেলার দ্বিতীয় পর্ব উদ্বোধন করেন নৈহাটি র বিধায়ক সনৎ দে, নাট্যকার,অভিনেতা এবং পরিচালক তীর্থঙ্কর চন্দ, বিশিষ্ট চিকিৎসক শ্যামল চন্দ্র বন্দোপাধ্যায়। এই নাট্যোৎসব এ হিজলপুকুরিয়া জনজাগরনী – হাবড়া,নৈহাটি রঙ্গসেনা, ডুমুরদহ অনামিনাট্যম্, ত্রিবেণী নট নিকেতন,টাকি আমরা অমলকান্তি,হালিশহর ইউনিটি মালঞ্চ,হরিপাল নাট্য প্রহরী, চন্দন নগর যুগের যাত্রী, এই সমস্থ নাট্য সংস্থার অভিনয় ছাড়াও বঙ্কিম স্মৃতি সংঘ পরিচালিত আবৃত্তি ও অঙ্কন শিক্ষা কেন্দ্রের আবৃত্তি র অনুষ্ঠান। অনেক নাটক দর্শক প্রশংসিত হয়েছে,শেষ দিনে ও দর্শক উপস্থিতি উল্লেখযোগ্য ছিল সেদিন বঙ্কিম স্মৃতি সংঘ তাদের ‘শিকড়ের ডানা’ সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া গন অভ্যূত্থান ১৯৭১ থেকে ২০২৪ সালের ৫ ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ,এই রকম স্পর্ষ কাতর বিষয় দর্শকরা ভীষন উপভোগ করেন।