নৈহাটি আর.বি.সি কলেজ ফর উইমেনে বিশ্ব বই দিবস উপলক্ষে আলোচনা সভা

আয়ুব আলী, নৈহাটি: ‛যতই পি.ডি.এফ কপি সহজলভ্য হোক না কেন, মলাটবন্দি বই পড়ার আনন্দই আলাদা।’ বিশ্ব বই দিবসের পরের দিন আজ নৈহাটিতে আর.বি.সি কলেজ ফর উইমেনে একটি আলোচনা সভায় একথা বলেন হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষ তথা নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ড. শেখ কামাল উদ্দীন। দিনটির তাৎপর্য ব‍্যাখ‍্যা করতে গিয়ে তিনি আরও জানান উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন ২৩শে এপ্রিলে ১৯৯৬ সাল থেকে ইউনেস্কোর পক্ষ থেকে দিনটি পালিত হয়ে আসছে। শুধু বই দিবসই নয়, কপিরাইট দিবস হিসেবেও দিনটির তাৎপর্য ব‍্যাখ‍্যা করে শেখ কামাল উদ্দীন ভালো পুস্তক বিষয়ে বিভিন্ন মনীষী কি বলেছেন সেগুলির উল্লেখ করে ছাত্রীদের বই পড়ার অভ‍্যাসের উপর তৈরির উপর গুরুত্ব দেন। এদিনের অনুষ্ঠান উদ্বোধন করে কলেজের অধ‍্যক্ষ ড. লনা মুখোপাধ্যায় তাঁর বাল‍্যকালে নতুন বই হাতে পেয়ে কি ধরণের আনন্দ পেতেন সেকথা বলেন। তিনিও ছাত্রীদের নতুন নতুন বই, তার সুন্দর প্রচ্ছদ, সুগন্ধের স্বাদ গ্ৰহণ করতে ছাত্রীদের উৎসাহিত করেন। বাংলা বিভাগের অধ‍্যাপিকা ড. গার্গী মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে ক্লাসের পাঠ‍্যপুস্তক ছাড়া অন‍্যান‍্য বই বেশি বেশি করে বই পড়তে বলেন। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরাজির অধ্যাপক ড. জেসমিত সিং। ধন‍্যবাদ জ্ঞাপন করেন ড. মনিকা বিশ্বাস। হলভর্তি ছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের গ্ৰন্থাগারিক ড. তুলিকা দে সহ বেশ কয়েকজন অধ্যাপক-অধ্যাপিকা।