|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ২৪শে মে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ তথা বিদ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলা সাহিত্যে “বিদ্রোহী কবি” হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তাঁর কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর লেখা গানের বৈচিত্রপূর্ণ সুরের লহরী কাব্য কথাকে তরঙ্গায়িত করে এগিয়ে নিয়ে যায়। তাঁর কবিতা আর গানের মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ প্রতিবাদ। তারই পরিপ্রেক্ষিতে আজ যথাযোগ্য মর্যাদায় বিনম্রতা ও শ্রদ্ধার সহিত মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর আয়োজনে ডায়মন্ড হারবার ২ উন্নয়ন সমষ্টি সরিষা সভাকক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২৩ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিদ্রোহী কবি জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপস্থিত বিশিষ্ঠ ব্যাক্তিবর্গরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস ডি আই সি ও (sdico) ম্যাডাম ব্রতী বিশ্বাস, ডা: হা: ২ উন্নয়ন সমষ্টি অধিকারী সুদীপ্ত অধিকারী,ডা:হা: ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমানীক সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন৷