|
---|
আতাউল্লাহ আহমেদ, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর:
গতকাল অর্থাৎ ২৪ শে জানুয়ারী মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে জগন্নাথপুর হাই মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত সংস্থার পক্ষ থেকে ও বিশেষ করে জগন্নাথপুর ও শিরিশবোনা সামাজিক সমিতির বিশেষ সহযোগিতায় এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। বর্তমান ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে বিদ্রোহী কবি নজরুলের ভাবধারা ও সাম্যবাদ অবশ্যই এক অমূল্যসম্পদ।ধর্মের নামে উগ্রতা, হত্যালীলা, ও ধর্মনিরপেক্ষতা, ইত্যাদি এসবে লজ্জায় মুখ ঢাকার মত অবস্থা।
মানুসত্বের অবমাননা, পশুত্ব আচরণ, লাঞ্ছনা সমাজকে এক অন্যরকম অসুখের দিকে ঠেলে দিয়েছে। চারিদিকে অশিক্ষার কুকীর্তি, রক্তের লীলা সত্যিই মানুষ পশুর আসনে ,এমন কি তার থেকেও নিকৃষ্ট জায়গায় নেমেছে। উক্ত বিপন্ন পরিস্থিতি থেকে মানবজাতিকে টেনে একটু হলেও আলোর দিশা দেখাতে নজরুলের ভাবনা এনে দিতে এদিন এগিয়ে এলো উক্ত সংস্থাটি। সকাল ১১ টা থেকে শুরু হয় এবং বৈকালে শেষ করা হয়।
আবৃতি , ছড়া, ও নোজরুলগীতি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মালদা জেলার বাংলা সংস্কৃতি মঞ্চের সম্পাদক নজিবুর রহমান ,ড: নুরুল আলম মহাশয়, অধ্যাপক ড: মোহাম্মদ ইসমাইল, অধ্যাপক তোফাজ্জুল ও অধ্যাপক গোলাম মর্তুজা ও অন্যান্য সম্মানীয়গণ উপস্থিত ছিলেন। এই হরিশ্চন্দ্রপুর সহ উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।