নজরুলের জন্মদিন পালন নিয়ে আসানসোলের মেয়রের সঙ্গে বৈঠক হল দোলনচাঁপার

লু তুব আলি : নজরুলের জন্মদিন পালন নিয়ে আসানসোলের মেয়রের সঙ্গে বৈঠক হল দোলনচাঁপার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন যৌথ ভাবে পালন করবে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন ও আসানসোল পৌর কর্পোরেশন। এ ব্যাপারে ১২ মে আসানসোল পৌর কর্পোরেশন এর দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের প্রতিনিধিরা আসানসোলের মেয়র এর সঙ্গে বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী রবিউল ইসলাম, নেতৃত্ব দেন দোলনচাঁপার কর্ণধার কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী। এদিন বিধান উপাধ্যায় কে দোলনচাঁপার পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। দোলনচাঁপার পক্ষ থেকে জানানো হয়েছে এ বছরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের সন্ধিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। বিদ্রোহী কবিতা ও নজরুলের স্মৃতিবিজড়িত ধূমকেতু পত্রিকা র শতবর্ষ। উল্লেখ্য, আসানসোল, দুর্গাপুরে নজরুল ইসলাম একপ্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিলেন। নব্বইয়ের দশকের গোড়ার দিক থেকে সোনালী কাজী দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন গড়ে নজরুল চর্চার প্রচার ও প্রসার ঘটাতে সক্ষম হন। এবারের নজরুলজয়ন্তী কে সার্থকভাবে পালন করার জন্য মেয়র সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এক সাক্ষাৎকারে সোনালী কাজী জানান, ২৬ ও ২৭ মে আসানসোলে নজরুল জয়ন্তী পালন করা হবে। দোলনচাঁপা ও আসানসোল পৌর কর্পোরেশন এর সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান করবে। এছাড়াও জুনের প্রথম সপ্তাহে দোলনচাঁপার উদ্যোগে আসানসোলে তিনদিনের বর্ণাঢ্য নজরুল জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিনের বৈঠকে দোলনচাঁপার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্লোল কাজী, সুতপা চৌধুরী, কোহিনুর জামাল, তনুশ্রী ধীবর প্রমুখ।