|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোদাপিয়াশাল চারুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হলো গোদাপিয়াল চারুবালা বালিকা বিদ্যালয়ের সভাগৃহে।
নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ালী সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি,কবি ও সম্পাদক তাপস মাইতি, শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য চিত্রশিল্পী বিশ্ব বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র,কর্মাধক্ষ্য ঊষা শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষিকারা এবং অতিথি শিল্পীরা আলোচনা, আবৃত্তি,নৃত্য সঙ্গীত, সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন।
আমন্ত্রিত শিল্পী হিসেবে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন শেষাদ্রী ডান্স একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী ভট্টাচার্য। অন্যদিকে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে শুক্রবার সকালে ও সন্ধ্যায় সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হলো নজরুল জয়ন্তী উপলক্ষ্যে। এদিন সকালে সংগঠনের উদ্যোগে বিদ্যাসসাগর হল প্রাঙ্গণে অবস্থিত নজরুল মূর্তিতে মাল্যদান করা হয় এবং কথা ,কবিতা,গানে কবিকে শ্রদ্ধা জানানো হয়।সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে কর্মচারী ভবনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সেক কামারুজ্জামান, কবি প্রভাত মিশ্র, সাহিত্যিক বিমল গুড়িয়া,কবি তৌফিক হোসেন, সমাজকর্মী তাপস সিনহা, তারাশঙ্কর বিশ্বাস, সঙ্গীত শিল্পী সুনীল বেরা,সুকান্ত মাইতি, রথীন দাস , চিত্রশিল্পী প্রদীপ বসু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন সকালেই বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে বিদ্যাসাগর হল ক্যাম্পাসে জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্যের নেতৃত্বে নজরুল জয়ন্তী পালিত হয়। এদিন সন্ধ্যায় রবীন্দ্র নিলয়ে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান “ইমন” এর উদ্যোগে এবং সংগঠনের অধক্ষ্যা সঙ্গীত শিল্পী সংঘমিত্রা দাসের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন রবীন্দ্র স্মৃতি সমিতি। মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর উদ্যোগেও এদিন সকালে নজরুল জয়ন্তী পালিত হয়। বামপন্থী ছাত্র,যুব, মহিলা সংগঠন গুলোর উদ্যোগেও নজরুল জয়ন্তী পালিত হয়।