|
---|
নূর আহমেদ, মেমারি : সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবস উপলক্ষে জিরো পয়েন্টের উদ্যোগে মেমারির আমাদপুর উচ্চ বিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। নজরুলের স্বপ্ন ও বর্তমান ভারত বিযয়ে সেমিনারে আলোকচক হিসাবে উপস্থিত ছিলেন ড. কৃষ্ণপদ বিশ্বাস, প্রধান শিক্ষক বিকাশ মন্ডল, সাহিত্যিক শুভাশিস মল্লিক সহ অন্যান্যরা। বর্তমান সময়ে কাজী নজরুল ইসালমের প্রাসঙ্গিকতা নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ব্রততী ঘোষ আলি। আলোচক ড. কৃষ্ণপদ বিশ্বাস বলেন, এক অস্থির সময়ের মধ্যে আমাদের রাজ্য তথা দেশ চলেছে যেখানে কবি সৃষ্টির রচয়িতা হিসাবে অর্ধেক নারী অর্ধেক পুরুষের কথা বলেছেন সেখানে দেশে প্রতিদিন গড়ে ১৫ টি মেয়ে নির্যাতনের শিকার হতে হয়। এছাড়াও তিনি বলেন বর্তমানে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিসন্ধি করে। হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা কবি বার বার বলেছেন, আজ কবির সেই সব চিন্তা ছড়িয়ে দিতে হবে। প্রকাশ থাকে সংস্থার মূল অনুষ্ঠান নজরুল উৎসব আগামী ১ সেপ্টেম্বর বিডিও অফিসে সেমিনার কক্ষে আয়োজিত হবে।