|
---|
আজাহারউদ্দিন : হুগলি র পুরশুডা দক্ষিণ বৈকুন্ঠপুর নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় করোনা ভাইরাস মোকাবিলাও জনসচেতনতা র পাশাপাশি দুঃস্থ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয়, উপস্থিত ছিলেন হগলী জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান,ও ক্লাবে র কর্মকর্তারা। দ্বীতীয দফায় লকডাউন বৃদ্ধি হওয়ার ফলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অবস্থা খুবই শোচনীয়, এই মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে, সকলের খুবই অসুবিধা হবে তাহলে আমাদের সকলকেই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক, হান্ড ওযাস ব্যবহারও করতে হবে এবং খুব প্রয়োজন ছাড়া কোথায় যাবেন না নিজেকে গৃহবন্দি করে রাখুন বলে সকলকেই আহ্বান জানান হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান ও প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান ।