|
---|
নিজস্ব সংবাদদাতা:এনবিএসটিসির শিলিগুড়ি থেকে জলপাইগুড়িগামী বাসে ওঠার সময় কাউন্টার থেকে টিকিট কেটে ওঠা বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি শহরের নিত্যযাত্রীরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন। বাস্তবে টিকিটের টাকার প্রকৃত হিসেব রাখতেই এই ব্যবস্থা চালু করেছে এনবিএসটিসি। শীঘ্রই জলপাইগুড়ির নেতাজিপাড়ার ডিপোতেও টিকিট কাউন্টার চালু করা হচ্ছে।
সূত্রের খবর, অনেক সময় কোনও যাত্রী কম ভাড়া দিয়ে টিকিট নেন না। এতে বাস কনডাক্টরের লাভ। কারণ এইরকম অনেক ভাড়ার হিসেব তাঁদের দিতে হয় না। অনেক দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জারের থেকেও কম ভাড়া নিয়ে টিকিট না দেওয়ার অভিযোগ পেয়েছে একাধিক সরকারি ডিপো। এছাড়া, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, মালবাজার ও হলদিবাড়ি রুটে প্রতিদিন সরকারি বাস চলাচল করে। সকাল থেকে রাত পর্যন্ত এই সমস্ত চলাচল করে এই বাস। কিভাবে এই বাসের টিকিট চলে যাচ্ছে সেটা দেখবার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের। দুপক্ষেরই অভিযোগ একে অন্যের বিরুদ্ধে,যাত্রীদের কথাও ফেলতে পারছে না এন বি এস টি সি কর্তৃপক্ষ।