|
---|
খান আরশাদ, লোকপুর : বীরভূমের লোকপুর এলাকায় দুটি পথদুর্ঘটনায় মৃত্যু হল ১ বাইক চালকের ও জখম ৫ জন। প্রথম দুর্ঘটনাটি ঘটে লোকপুর মোড়ে বিবেকানন্দ মুর্তির কাছে। অপর দুর্ঘটনাটি ঘটে লোকপুর থানার নপাড়া ব্রীজের কাছে। প্রতক্ষদর্শীরা জানান রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ একটি মারুতি গাড়ি খয়রাশোল দিক থেকে লোকপুর আসছিল। সেসময় উল্টো দিক থেকে আসা একটি আটোর সঙ্গে মারুতিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে অটোতে থাকা ২জন যাত্রী গাড়ি থেকে ছিটকে পড়ে। জখম হয় আরও ২জন। সেখানে থাকা ডিউটিরত দুই মহিলা সিভিক সহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে লোকপুর থানার পুলিশও এসে পৌঁছায় সেখানে এবং জখম ব্যাক্তিদের লোকপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অপর দুর্ঘটনাটি ঘটেছে লোকপুর থানার নপাড়া গ্রামের কাছে। জানা গেছে প্রায় ১২টা নাগাদ সমির খাঁ ও গোলাম মোস্তাফা নামে দুই যুবক বাইকে করে লোকপুরের তারাপুর থেকে নিজেদের বাড়ী নপাড়া ফিরছিলেন। গ্রাম ঢোকার আগে একটি সেতুর কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে বাইক সুদ্ধ ওই দুই যুবক প্রায় ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীরা আশঙ্কাজনক অবস্থায় ওই দুই যুবককে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথেই মৃত্যু হয় গোলাম মোস্তাফার। আশঙ্কাজনক অবস্থায় সমির খাঁকে চিকিৎসার জন্যবর্দ্ধমানে পাঠানো হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।