|
---|
নিজস্ব সংবাদদাতা :শক্তিগড়ের কাছে – ব্যান্ডেল লোকালের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ , লাইনচ্যুত বর্ধমান – ব্যান্ডেল লোকাল। ঘটনা সম্পর্কে জানা গেছে,বুধবার রাত ৯ টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে ছারে লোকাল ট্রেনটি। এরপর ৯ টা বেজে ২০ মিনিট নাগাদ শক্তিগর স্টেশন থেকে ২৫০ মিটার দূরে, লাইনচ্যুত হয় লোকাল ট্রেনটি।
পাশের লাইন দিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। সিগন্যালিং সমস্যার কারণে সম্ভবত মালগাড়িটির সঙ্গে ধাক্কা লাগে বর্তমান ব্যান্ডেল লোকালের। মালগাড়িটি ও লাইনচ্যুত হয় বলে জানা গেছে। প্রসঙ্গত শেষ খবর পাওয়া পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সৌভাগ্যবশত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্টেশনের সামনে থাকার কারণে লোকাল ট্রেনের প্রতি কম ছিল। যাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্কে সৃষ্টি হয়। রেলের আধিকারিকরা ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।