|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আজ ২ রা মার্চ বীরভূম জেলার রাজনগর মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মহাবিদ্যালয় কক্ষে দুপুরে আয়োজিত হয় ইয়ূথ পার্লামেন্ট।বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের আর্থিক সহায়তায় এবং লাউজোড় অভিযান সংঘের ব্যবস্থাপনায় ও রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পরিচালনায় আয়োজিত হয় এই অনুষ্ঠান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আরিফা সুলতানা, অধ্যাপক সূর্যশেখর পাল, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের তরফে সাংবাদিক তথা শিক্ষক উত্তম মন্ডল,এন, ওয়াই,ভি নৃপেন্দ্র নাথ সৌ সহ ছাত্র-ছাত্রী থেকে এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা।
ইয়ুথ পার্লামেন্ট এ অংশ গ্রহণ কারি ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাকি দর্শক দের মধ্যে ও অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। পড়ুয়াদের মনে উৎসাহ বাড়াতে অংশগ্রহণ কারিদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় সংস্থার পক্ষে।আজকের অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের তরফে প্রোগ্রাম কো অর্ডিনেটর আকাশ গাঙ্গুলি জানান, মূলত যুবক-যুবতীদের পার্লামেন্টের কাজকর্ম সম্পর্কে ধারণা দিতে এবং এই যুবশক্তি যাতে দেশের সরকারের কাছে নিজের কণ্ঠস্বর পৌঁছে দিতে পারে, সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান।