|
---|
নিজস্ব সংবাদদাতা : এবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে এদিন দুপুরে নাগাদ ভূমিকম্প অনুভূত হয় নেপালে। নেপালের জুমলা থেকে ৬৯ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূপৃষ্ঠের থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ৪.৪। সম্প্রতি কিছুদিন আগে ভূমিকম্প অনুভূত হয়েছিল নেপালে, ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচের উপরে রিখটার স্কেল অনুযায়ী। এদিন দুপুরে ফের আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। এর সাথে রাজধানী দিল্লিতে ও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।