|
---|
নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রতিবেশী দেশ নেপালে ভূমিকম্প অনুভূত, সোমবার ভোররাতে ভূমিকম্প অনুভূত হয় নেপালে। স্থানীয় সময় সকাল ৬ টা বেজে ৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭ রিকটার স্কেল। কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার দূরে উৎপত্তিস্থল ছিল ভূমিকম্পের।
এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি, স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ জায়গায় চলে যান। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ২০১৫ সালে নেপালে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের আটটার শখ ছিল এটা, ২০১৫ সালে যে ভূমিকম্প হয় তার উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু ও পোখরার মধ্যবর্তী অঞ্চলে। রিখটার স্কেলের তীব্রতা ছিল ৭.৯।