|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ক্রমশ বাড়ছে ভারত নেপালের তিক্ততা। এবার ভারত-নেপাল সীমান্তে বিহারের পূর্ব চম্পারণ জেলায় ৩৬ দ্বার সম্বলিত গণ্ডক বাঁধের রক্ষণাবেক্ষণ কার্যে বিহার সরকারের ভারতীয় ইঞ্জিনিয়ারদের অবরোধ করল নেপাল। বাঁধ রক্ষণাবেক্ষনে অনুমতি না দিলে বিহারের বিস্তীর্ণ এলাকায় বন্যার সম্ভবনা প্রবল এমনি দাবি জানিয়েছেন বিহারের জল সম্পদ দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জয় ঝা।
ভারত-নেপাল সীমান্তে গন্ডক ব্যারেজের মধ্যে ১৮ টি গেট ভারতে ও ১৮ টি নেপালে হওয়ায় ব্যারেজের যে অংশে বন্যা প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেখানে পৌঁছনোর পথে বাধা হয়েছে নেপাল। ফলে বিহারের ইঞ্জিনিয়ার ও বাঁধ রক্ষণাবেক্ষনের কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ভারত নেপালের সম্পর্কের ইতিহাসে এমন নজির নেই বলে জানিয়েছেন কূটনীতিবিদরা।
বিষয়টি নিয়ে বিহারের জেলাশাসক ও এলাকার ইঞ্জিনিয়াররা নেপালের আধিকারিকদের সাথে আলোচনা শুরু করেছেন। তবে আশংকা করা হচ্ছে, সময়মত বাঁধ মেরামতি না হলে বিহারের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।