বারাণসীতে নেপালি নাগরিকের মাথা ন্যাড়া করে বলানো হল জয় শ্রীরাম চলল নিগ্রহ

নতুন গতি নিউজ ডেস্ক: যোগীরাজ্যে এবার এক নেপালি ব্যক্তির ওপর মারধরের অভিযোগ উঠল বিশ্ব হিন্দু সেনার বিরুদ্ধে। জানা গেছে, নেপালের এক নাগরিককে মারধর এবং জোর করে নেপাল বিরোধী স্লোগান বলতে বাধ্য করা হয়েছে বারাণসীতে। আক্রান্ত ব্যক্তিকে নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান এবং জয় শ্রী রাম বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে বারাণসীর পুলিশে। নিজের ফেসবুক প্রোফাইলে নেপালের ওই নাগরিকের উপর অত্যাচারের ভিডিও পোস্ট করেছেন বিশ্ব হিন্দু সেনার আহ্বায়ক অরুণ পাঠক। ওই সংগঠনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে পুলিশে।

    নিজের ফেসবুক পেজে, নেপালের ওই নাগরিকের উপর অত্যাচারের ভিডিও পোস্ট করে “নেপালের প্রধানমন্ত্রী আর রাম নিয়ে মন্তব্য করার সাহস করবেন না” বলেছেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তির মাথা ন্যাড়া করে, সেখানে জয় শ্রী রাম লিখে দেওয়া হয়েছে। অভিযোগ, অরুণ পাঠকের নির্দেশেই এই কাজ করা হয়েছে। বারাণসী পুলিশ জানিয়েছে, ভেলুপুর থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

    গোটা বিষয় নিয়ে উত্তরপ্রদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এদেশে নেপালি দূতাবাস। এমনিই ভারতীয় ভূখণ্ডকে নেপাল নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করায় সম্পর্ক ধাক্কা খেয়েছে দিল্লী ও কাঠমাণ্ডুর। তার উপরে পাহাড়ি দেশে নিজেদের প্রভাব বৃদ্ধির সবরকম চেষ্টা করছে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা চীনও। এবার বারাণসীর এই ঘটনার কোনও প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে কিনা, তা দেখার। ওয়াকিবহাল মহলের মতে, এবার দু’দেশের মধ্যে তেতো হওয়া সম্পর্কের প্রভাব পড়ল সাধারণ মানুষের উপর। তবে আজকের ঘটনায় মুখে কুলুপ এঁটেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।