|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : সোমবার সাগরদিঘী এস, এন, উচ্চ বিদ্যালয়ে পালিত হলো নেতাজির ১২৬ তম জন্ম বার্ষিকী, সাগরদিঘী নেতাজী সুভাষচন্দ্র বসু শতবর্ষ কমিটির উদ্যোগে এদিন নেতাজির ১২৬ তম জন্ম বার্ষিকী পালন করেন সাগরদিঘী এস, এন, উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। নেতাজি মূর্তিতে মাল্যদান ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয়, এদিনের বিশেষ আয়োজন। এই বিশেষ দিনে চারা গাছ বিতরণ করেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সচিন পাল, জয় কুমার ধারা, সহ সাগরদিঘীর সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। সাগরদিঘী উইনার ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস জানান আজ বিশেষ দিনে আমরা এস, এন উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দিলাম।