নেতাজি নগর বিদ্যামন্দিরের 69 তম প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি :

    ২রা জানুয়ারি 2019 সকাল 10 টায় নেতাজি নগর বিদ্যামন্দির 69 তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো । পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রী সব্যসাচী ব্যানার্জি ,উপস্থিত ছিলেন পৌরপ্রতিনিধি শ্রী প্রদীপ চ্যাটার্জী, প্রাক্তন শিক্ষক শ্রী মানিক মুখোপাধ্যায়, প্রাক্তন ছাত্র শ্রী গৌতম দাশগুপ্ত । উপস্থিত ছিলেন ইন্টার ন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান রাইটস এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী সংগ্রাম মিত্র, তিনি প্রধান অতিথির আসন অলংকৃত করেন। উপস্থিত ছিলেন আই সি এইচ এফ আর আর এর রাজ্য সম্পাদক সমিক চন্দ ,রাজ্য কমিটির সদস্য প্রদীপ সাঁতরা , কলকাতা জেলা কমিটির সম্পাদক পল্লব কাঞ্জিলাল, সভাপতি প্রবীর কর, বিপ্লব কাঞ্জিলাল ও অন্যান্যর।

    প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংগ্রাম মিত্র বলেন “একজন পরিপূর্ণ মানুষ হতে হলে ছাত্রছাত্রীদের প্রধান যে গুনাবলী গুলি আবশ্যক তা হলো শ্রদ্ধা পরিছন্নতা, নিয়মানুবর্তিতা ,সততা, ধৈর্য্য ,সত্যনিষ্ঠা ,সাহস, শ্রম শীলতা ,অবিচলতা ইত্যাদি। সেই সাথে নিজের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বলেন উদাহরণ হয়ে উঠতে হবে নিজের হাতে নির্মাণ করতে হবে নিজের ভবিষ্যৎ তবে এই সমাজ সভ্যতা উন্নততর হবে শিক্ষা মানে মুক্তি শিক্ষা মনের স্বপ্ন শিক্ষা মানে বিকাশ সে কথা ছাত্র-ছাত্রীদের মনে রাখতে হবে।
    আই সি এইচ আর এফ এর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রাম মিত্রর হাত দিয়ে দুস্থ ও মেধাবী ছাত্রদের হাতে কম্বল তুলে দেয়়l

    প্রাক্তন ছাত্র প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় এর বক্তব্য বিদ্যালয় এর বর্তমান ও অতীতের কথা উঠে আসে। বর্তমান শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কৃতি ছাত্রের হাতে এককালীন 10 হাজার টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয় আই সি এইচ এস আর এর পক্ষ থেকে।