|
---|
নূর আহমেদ, মেমরি : ২৩ জানুয়ারি,আজ ২৩ শে জানুয়ারি । নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন । স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার ভূমিকা অবিস্মরণীয় । তাই আজকের দিনটি মহা সমারোহে পালিত হচ্ছে দিকে দিকে। মেমারি পৌরসভার উদ্যোগে মেমারি নতুন বাসস্ট্যান্ডে নেতাজির মূর্তিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন করা হলো । জাতীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত এসডিপিও সদর দক্ষিণ বুদ্ধদেব পান , প্রতিকৃতিতে মাল্যদান করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী । এছাড়াও মেমারি পৌরসভার কাউন্সিলর সহ উপস্থিত বৈশিষ্ট ব্যক্তিরা পুষ্পার্ঘ নিবেদন করেন । নেতাজি কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি উপস্থিত বিশিষ্টজনীরা তাঁর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে।