প্রজাতন্ত্র দিবস: রেড রোডে অংশ নেবে বাংলার নেতাজী ট্যাবলো, প্রস্তুতি তুঙ্গে

নতুন গতি নিউজ ডেস্ক: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে অংশ নেবে বাংলার নেতাজী ট্যাবলো। ইতিমধ্যেই প্রস্তুত তুঙ্গে। কুমোরটুলি থেকে তৈরি করে আনা হয়েছে নেতাজীর মূর্তি। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে ৬ থেকে ৭ জন শিল্পী সাজিয়ে তুলছেন ট্যাবলো।

    গতকালই মুখ্যমন্ত্রীর ট্যাবলোর কথা ঘোষণা করেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনে কেন্দ্রকে ফের ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র।

    সেই ইস্যুতেই এবার কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, ‘নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন, আমাদের জানানো হয়নি। তবে নেতাজির ট্যাবলো আমাদের রেড রোডে চলবে, বলে দিলাম’। তিনি আরও বলেন, ‘একটা মূর্তি গড়লেই নেতাজিকে ভালবাসা যায় না। অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না। প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল?’

    মুখ্যমন্ত্রী বলেছেন, নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। কেন্দ্রের যোজনা কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। বললেন, ‘প্ল্যানিং কমিশনের সূচনা করেছিলেন নেতাজি। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত ছিল। নেতাজীর সিদ্ধান্ত আজও আমাদের জন্য গ্রহণযোগ্য।  আমরা বাংলায় প্ল্যানিং কমিশন করব। নাইবা হল জায়গা হল তাঁর দিল্লি। বাংলায় তাঁর জায়গা থাকবেই। বাংলা তো চিরদিন সারা ভারতকে পথ দেখায়। নেতাজি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।’

    অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে দিল্লির অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো তরজা অব্যাহত। ‘অপমানিত হচ্ছে বাংলার আবেগ’, নেতাজির ট্যাবলো বিতর্ক এবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন বাদ নেতাজির ট্যাবলো? মামলায় এমনই প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলোকে যুক্ত করার দাবির পাশাপাশি ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ট্যাবলো বিতর্কে চলতি সপ্তাহে হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে।

    এ বছরও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো পাঠানোর প্রস্তাব নাকচ করে দেয় কেন্দ্র। চলতি বছর ২৬ জানুয়ারি উপলক্ষে দিল্লির অনুষ্ঠানে নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেই প্রস্তাব মৌখিকভাবে নাকচ করা হয়েছে। তবে এই মর্মে সরকারিভাবে কোনও চিঠি রাজ্য সরকারের কাছে পৌঁছয়নি। গতবছর রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, জল ধরো জল ভরো প্রকল্প নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাবও নাকচ করে দেয় কেন্দ্র। ২০১৯-এ রাজ্য সরকারের তরফে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো পাঠানো হয়।