|
---|
নূর আহমেদ, মেমারী : নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে CPI(M) মেমোরী ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হলো মেমারীতে। বৃহস্পতিবার বিকেলে মেমারী চকদিঘীমোড়ে সংলগ্ন লরি ইউনিয়নের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চকদিঘীমোড়, কৃষ্ণ বাজার হয়ে মেমারী স্টেশন বাজারে একটি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যো দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ কোঙার বলেন, ‘নেতাজীর ১২৯ তম জন্মদিনে সমস্ত মানুষ কে এক হওয়ার আহ্বান জানান।’ সাংবাদিক দের মুখোমুখি হয়ে জেলা নেতা সনত ব্যানার্জি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র ধংশকারী সমস্ত অসুভ শক্তি নিপাত যাক। তিনি আরো বলেন, জাল ঔষধ কান্ডে প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে। সেই সাথে আর জি কর কান্ডে কাদের কে আড়াল করার চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী কে তার জবাব দিতে হবে।
এদিনের মিছিলে পা মেলান, মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পিযুষ বিশ্বাস, প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য মনীষা চক্রবর্তী সহ প্রমুখ ব্যাক্তিত্ব।