নেতাজীর ১২৬ তম জন্ম দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা : নেতাজীর ১২৬ তম জন্মদিবস উপলক্ষে জেলা অফিসে নেতাজীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং অন্যান্য জেলা নেতৃত্ব। সকালে জেলা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করে শুরু হয় নেতাজীর জন্মদিবস পালনের।এরপরে একে একে জেলা সভাপতি এবং জেলার নেতারা এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতাজীর ছবিতে।জেলা সভাপতি জানান আজ এত বছর পরেও নেতাজীর কথা শুনলেই আমরা উদসাহ পাই।তার কথা তার জীবনী আমাদের উৎসাহ দেন এত কঠিন জীবনের সাথে লড়াই করতে। ইংরেজদের সাথে নেতাজী লড়াই করেছিলেন কোন আধুনিক যোগাযোগের জিনিস ছাড়াও।তখন কোথাও কিছু ছিল না আর নেতাজী সেই সময় একাই লড়াই করে গেছেন ইংরেজদের সাথে। আমরা তাই এই দিনটিকে আলাদা করে দেখি। যেখানে নেতাজী একাই দেশের পতাকাকে উঠিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন। আজকে তার জন্মদিন আমরা তো তাকে কিছু দিতে পারছিনা, শুধুমাত্র তাকে সন্মান জানাতে পারি মাত্র। এদিন নেতাজীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং যুব নেতৃত্বও।