|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ক্ষুব্দ নেটিজেনেরা! না অস্কার না গ্র্যামি, কোথাও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়নি কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের।
“অস্কার ও গ্র্যামি পুরস্কার বৈচিত্র নিয়ে নানা প্রচার করে অথচ আশ্চর্যজনকভাবে কেউ প্রয়াত শিল্পীদের স্মৃতিচারণায় লতা মঙ্গেশকরের নাম রাখেনি।” এমন কথা লিখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টিকে লজ্জার বলে উল্লেখ করে একজন আবার লেখেন “গ্র্যামির মেমোরিয়াম লতা মঙ্গেশকর নেই… অত্যন্ত লজ্জাজনক! কীভাবে বিশ্বখ্যাত একজন সংগীতশিল্পীকে বাদ দিতে পারেন আপনারা?”