কর্ণাটক হিজাব বিতর্ক: কংগ্রেস বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড় নেট দুনিয়ায়

নতুন গতি নিউজ ডেস্ক: কর্নাটকে হিজাব বিতর্কে উত্তপ্ত দেশ। আর তারই মধ্যে কর্নাটকের কংগ্রেস বিধায়ক জমির আহমেদের মন্তব্যে নিন্দার ঝড় নেট দুনিয়ায়।

    রবিবারে এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য “ইসলাম ধর্মে হিজাব হল এক ধরনের পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়ে থাকে। আজ ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। এর কারণ কী? এই জন্যই যেহেতু অনেক মহিলাই হিজাব পরেন না।”

    তিনি আরো বলেন “হিজাব কখনই বাধ্যতামূলক নয়, তবে যাঁরা নিজেদের সুরক্ষিত রাখতে চান, নিজের সৌন্দর্যকে সকলের সামনে প্রকাশ করতে চান না, তাঁরাই হিজাব পরেন। হিজাব পরার ব্যাপারটা নতুন না, বহুকাল ধরে এই রীতি প্রচলিত।”

    এই মন্তব্য ভাইরাল হওয়াতেই নিন্দার ঝড় নেট দুনিয়ায়। এছাড়াও কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে নিন্দার বন্যা দেশ থেকে বিদেশে।

    এদিকে গতকাল যোগীরাজ্যের সম্বল জেলায় ভোট প্রচারে গিয়ে হিজাব বিতর্কে মুখ খোলেন আইমিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি। তাঁর দাবি কোনো হিজাব পড়া মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন।