‌ জনগণের সুবিধার্থে মালদার রতুয়ায় নতুন এগ্রিকালচার ডাউরেক্টর অফ এগ্রিকালচার অফিস উদ্বোধন

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: ‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জোর দিয়েছেন যাতে সরকারি প্রকল্পগুলি মানুষের কাজে পৌঁছয়। আর সেই দিকে নজর রেখে রতুয়া-‌১ ব্লকের এডিএ(‌এগ্রিকালচার ডাউরেক্টর অফ এগ্রিকালচার)‌ অফিসটি সংশ্লিষ্ট ব্লকের সদর এলাকায় নিয়ে আসা হল। বুধবার ফিতে কেটে নতুন ভবনের সূচনা করেন তৃণমূল নেতা ইয়াসিন শেখ। এবার সদরে হওয়ায় খুব সহজেই বীজ-‌সহ অন্যান্য সরকারি সুবিধা পাবে সাধারণ মানুষ।

    এ ব্যাপারে ইয়াসিন বলেন,‘‌সরকারি বিভিন্ন পরিষেবা যাতে খুব সহজে মানুষের কাছে পৌঁছয়, সেই কথা মাথায় রেখে ভবনটি সদরে নিয়ে আসা হল। এর ফলে এই ব্লকের মানুষ উপকৃত হবেন।’ পাশাপাশি এখন চলছে আনলক পর্ব। সেই দিকে মাথায় রেখে এদিন মাস্ক বিলি করা হয়। ইয়াসিন নিজে সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন। পাশাপাশি সামাজিক দূরত্ব ও মাস্ক পরার বার্তা দেন।