|
---|
নিজস্ব সংবাদদাতা :নিউ বন্দেভারতের কোন ষ্টপেজ নেই জলপাইগুড়িতে তাই ফুসছেন জলপাইগুড়ির সাধারন মানুষ।এনজেপী থেকে গুয়াহাটিগামী নিউ বন্দেভারত এক্সপ্রহেসের ষ্টপেজ নেই কেন এ নিয়ে কথাও উঠেছে গোটা জলপাইগুড়ি শহরে। কোচবিহারে ষ্টপেজ দেওয়া হয়েছে কিন্তুু জলপাইগুড়িতে নেই কেন এটা নিয়েও কথা উঠেছে সব মহলেই। তৃণমূল নেতা সৈকত চক্রবর্তী জানিয়েছেন এটা অন্যায়।তাহলে যারা জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাবেন তাদের শিলিগুড়ি এসে ট্রেন ধরতে হবে। সবাই তো এইভাবে যেতে পারবেন না।যাদের ব্যক্তিগত কাজ থাকবে তারা কি করবেন? জলপাইগুড়ির বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্য অজয় সেন জানালেন যখনই কোন দুরপাল্লার ট্রেনের উদ্বোধন হয় জলপাইগুড়িকে বাদ রেখে ষ্টপেজ করা হয় এটা কেন হবে? জলপাইগুড়ি উত্তরবঙ্গের ঐতিহাসিক এবং প্রাচীন শহর তাই জলপাইগুড়িতে ষ্টপেজের চিন্তা করা উচিত ছিল রেলের। আমাদের সবার প্রয়োজন হতেই পারে। তাই আমাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয় ট্রেনের ব্যাবস্থা করা। একটা ট্রেনের উদ্বোধন হল আর জলপাইগুড়ি বাদ চলে গেল এটা অন্যায়।তাই আমাদের জন্য ভাবা উচিত ছিল রেলের। যদি জলপাইগুড়িতে ষ্টপেজ না দেওয়া হয় তবে আমরা জলপাইগুড়ির মানুষ আন্দোলনে নামব।