বিরল প্রজাতির পাখি উদ্ধারে জনতার ভিড় মালদহের চাঁচলে।

উজির আলী,নতুন গতি: চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর জিপির সন্তোষপুর থেকে তিন ফুট উচ্চতার বিরল প্রজাতির একটি পাখিকে এলাকাবাসী আটকের পর ঘন্টা খানেক বাদে ছেড়ে দেওয়া হল বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে ওই গ্রাম থেকে প্রাণীটিকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর আগে প্রায়শই গ্রামের একটি গাছের মৌচাক থেকে মধু খেতে দেখেছে বিরল প্রজাতিটিকে বলে জানিয়েছেন বাসিন্দারা।

    এদিন প্রাণীটিকে গাছের নীচে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ঘন্টাখানেক পর পাখিটি সুস্থ হলে ছেড়ে দেন গ্রামবাসীরা।
    তবে এ খবর ছড়িয়ে পড়লে বিরল প্রজাতির এই প্রাণীটিকে এক নজরে দেখতে সন্তোষপুরে ভীড় জমায় উৎসুক জনতারা।