দপ্তরের নিজস্ব ভবনের জন্য জায়গা দেখলেন মন্ত্রী সাধন পান্ডে

নিজস্ব সংবাদদাতা; মালদা: গতকাল রাতে দপ্তরের নিজস্ব ভবন তৈরির জন্য জমি দেখলেন মন্ত্রী সাধন পান্ডে। ইংরেজবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের রামনগর কাছারি এলাকায় একটি জমি পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন, ক্রেতা ও সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, মালদা জেলার তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নূর, কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।

    জমি পরিদর্শনের পর মন্ত্রী সাধন পান্ডে বলেন, বর্তমানে তাদের দপ্তর রয়েছে বালুচর এলাকায় সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে। রামনগর কাচারি এলাকায় মোট ১০ কাঠা জমির উপর চারতলা ভবন তৈরির কাজ শুরু হবে। দপ্তরের সমস্ত কাজ হবে এই ভবনে। বিগত দিনে এই দপ্তর ভালো কাজ করেছে। দপ্তরের উপার্জনের টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। এর আগে পাঁচ কাঠা জায়গা দেওয়া হয়েছিল ভবন তৈরীর কাজের জন্য কিন্তু মৎস্য দপ্তর বলে সেই জায়গাটি তাদের। অতএব জমি নিয়ে কারো সাথে মতবিরোধ করা পছন্দ করেন না তিনি। সরকার ১০ কাঠা জায়গা দিয়েছে। আধিকারিকদের বলা হয়েছে সেই জায়গাতে সাইট ফর দিয়ে একটি পোস্টার লাগাতে। আগামী কিছুদিনের মধ্যে এই ১০ কাঠা জমিতে চার তলা ভবনের কাজ শুরু হবে।