|
---|
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : পুরো দেশে ১০ লাখ অতিক্রম করেছে করোনা আক্রান্ত রোগী। প্রতিনিয়ত সরকারের উপর বাড়তেই আছে চাপ। প্রথমদিকে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা কম থাকলেও এখন প্রচুর গতিবিধির সাথে বেড়েই চলেছে আক্রান্ত। চিন্তা মুক্ত থাকা মুর্শিদাবাদেও বেড়ে চলেছে দুশ্চিন্তা। এবার মুর্শিদাবাদে করোনা আক্রান্ত হয়ে দাঁড়ালো ৪৩৭ জন।
গতকাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন চিকিৎসকের করোনা আক্রান্ত হয়ে যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের এক বিধায়কের পুরো পরিবার – বিধায়ক, বিধায়কের স্ত্রী সন্তান ও তার গার্ড রাও করোনা আক্রান্ত হয়ে যায়। বিধায়কের পরিবার কলকাতায় চিকিৎসাধীন।
এছাড়াও মুর্শিদাবাদের ইসলামপুরের একজন ব্যক্তির দুইবার করোনা পজিটিভ। তিনি কলকাতায় এক বেসরকারি ব্যাংকে চাকরি করতেন শুক্রবার তিনি বাড়ি ফিরেন। বাড়ি ফেরার পর পুনরায় চেক করতে গেলে আবারো করোনা পজিটিভ রিপোর্ট চলে আসে ওনার, ওনার রিপোর্ট পজিটিভ আসার পর পুরো এলাকাকে সিল করে দেওয়া হয়, আজকে পুরো এলাকা স্যানিটাইজ করা হয় ও আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করার কাজ চলছে। গতকাল মুর্শিদাবাদে নতুন করে ৩০ জন করোনা আক্রান্ত হয় সবাইকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতালে রাখা হয়েছে। গতকাল মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাড়ায় ৪১৫ জন।
আজকে আবার নতুন করে ২২ জন আক্রান্ত হয় – মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ধুলিয়ান, ডমকল সহ একাধিক জায়গায় বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আজকে মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাড়ায় ৪৩৭ জন।