মেদিনীপুরের রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের মাথায় নতুন মুকুট

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর শহরবাসী তথা পশ্চিম মেদিনীপুর জেলাবাসীদের জন্য একটি অত্যন্ত আনন্দ এবং গর্বের খবর বয়ে আনলো,পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)।

    সম্প্রতি এই মহিলা মহবিদ্যালয়টি ভারত সরকারের ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন শিক্ষা পরিষদ'(MHRD)এর পক্ষ থেকে ‘One District One Green Champion Award ‘ পুরষ্কার লাভ করেছে। সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে উপস্থিতিতে একটি ক্ষুদ্র ও মনোজ্ঞ অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এই পুরষ্কারটি প্রদান করা হয়।করোনা কালীন প্রতিকূল পরিস্থিতি ও লকডাউনের বাধা অতিক্রম করে এই রকম একটি সম্মানজনক পুরষ্কার প্রাপ্তি নিঃসন্দেহে মহাবিদ্যালয়ের স্বর্ণমুকুটে আরও একটি নুতন পালক যুক্ত করলো।মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড.জয়শ্রী লাহা এই পুরষ্কার প্রাপ্তিতে আন্দিতত ও গর্বিত। অধ্যক্ষা ড.জয়শ্রী লাহা,এই কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।