নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে হিন্দ এর আহ্বানে ‘ভারতীয় সংবিধান সুরক্ষা’ শির্ষক একটি সম্মেলন মহা সমারোহে অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা : ৩ রা নভেম্বর ২০২৪, নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে হিন্দ এর আহ্বানে ‘ভারতীয় সংবিধান সুরক্ষা’ শির্ষক একটি সম্মেলন মহা সমারোহে অনুষ্ঠিত হয়। সভার মূল আকর্ষণ হিসেবে সভাপতির আসন অলংকৃত করেন জমিয়তের সর্বভারতীয় সভাপতি, আমীরুল হিন্দ জনাব মাওলানা সৈয়দ আরশাদ মাদানী। সারা দেশের বিভিন্ন প্রদেশ থেকে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে ঐ সম্মেলনে অংশগ্রহণ করেন। পশ্চিম বাংলা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দীন আহমাদ। উল্লেখ্য এ দিন সম্মেলনের শুভারম্ভ বা সূচনা হয় রাজ্য সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দীন আহমাদ এঁর কুরআন তেলাওয়াতের মাধ্যমে।