নয়া বৈদ্যুতিক মিটার, মোবাইলের মতোই করতে হবে প্রিপেড রিচার্জ

নয়া বৈদ্যুতিক মিটার, মোবাইলের মতোই করতে হবে প্রিপেড রিচার্জ

    নতুন গতি প্রতিবেদক, ২৮ফেব্রুয়ারি : সারা দেশ জুড়ে আমূল বদলে যেতে চলেছে বৈদ্যুতিক মিটারের ব্যবস্থা। এখন যেমন আমরা সারা মাস বিদ্যুৎ খরচের পর বিদ্যুৎ অফিস থেকে লোক এসে মিটার দেখে রিডিং দেওয়ার পর সেই বিল গিয়ে অফিসে জমা দিয়ে আসতে হয়। কিন্তু এবার সেই ব্যবস্থার মধ্যে আসছে বদল।
    আপনার মোবাইল বা সেট টপ বক্সের মতো এবার থেকে বৈদ্যুতিক মিটারের ক্ষেত্রেও আপনাকে আগে থেকে প্রিপেড রিচার্জ করতে হবে। আপনি যেমন টাকার রিচার্জ করবেন ততদিন খরচ করতে পারবেন। রিচার্জ শেষ হওয়ার আগে অফিস থেকে আপনাকে জানানো হবে এবং সঠিক সময়ে ফের রিচার্জ না করলে পরিষেবা বন্ধ করে দেওয়া হবে মোবাইলের মতো। সারা দেশ জুড়ে এমন মিটার আনার কথা ঘোষণা করেছে কেন্দ্র। প্রথমিকভাবে ১০ লক্ষ মিটার বসানোর কথা ঘোষণা করা হয়েছে।