ভার্চুয়াল বৈঠকে করোনা প্রতিরোধে নবান্নের কিছু পদক্ষেপ

নতুন গতি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বণিকসভার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে করোনা প্রতিরোধে নবান্নের কিছু পদক্ষেপ উত্থাপন করেন। টিকাকরণে বণিকসভাকে উদ্যোগী হতেও আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

    কী কী বললেন তিনি?

    • করোনা প্রতিরোধে বিধিনিষেধ জারি হয়েছে, সব কিছু বন্ধ করিনি
    • অন্য রাজ্যের মতো লকডাউনের রাস্তায় হাঁটিনি, যতটা সম্ভব খুলে রেখেছি
    • আমরা রাজ্যে কোনও কার্ফু ঘোষণা করিনি
    • বিকেল ৫-৮ পর্যন্ত খোলা হোটেল-রেস্তোরাঁ, কোভিড বিধি মেনে খোলা যাবে
    • তবে কর্মীদের টিকাকরণ আবশ্যিক, ৫০% কর্মী দিয়ে চলবে হোটেল-রেস্তোরাঁ
    • ইটভাটাগুলোকে সরকারি সাহায্য, খুচরো দোকান খোলা থাকবে দুপুর ১২টা- বিকেল ৪টে
    • কোভিড বিধি মেনে ১৫ জুনের পর শপিং মল খোলায় ভাবনাচিন্তা, ২৫% কর্মী-সহ মল পরিচালনা
    • সুপার স্প্রেডার টিকাকরণে বিশেষ জোর
    • চট শিল্প, আটা শিল্প, রাইস শিল্প, রেশন দোকানের কর্মীদের টিকাকরণে জোর
    • দুটি শিফটে ১০% কর্মী দিয়ে কাজ চালাতে পারবে তথ্য-প্রযুক্তি সংস্থা
    • সকাল ৮টা-১২টা একটা শিফট, ১২টা থেকে বিকেল ৫টা একটা শিফট
    • আমরা রাজ্যে ১.৪ কোটি টিকাকরণ করেছি
    • নির্মাণ সংস্থাগুলো কর্মীদের টিকা দিক, ১৫টি বণিকসভা নিয়ে একটি কমিটি
    • পরিচারিকাদের টিকাকরণ নিয়ে পরিকল্পনা রয়েছে
    • রাজ্য টিকা কিনতে বাধ্য হচ্ছে, ইতিমধ্যেই আমরা অনেক টিকা কিনেছি
    • আপনারাও কিছু দায়িত্ব নিন, সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব নয়
    • দ্বিতীয় ঢেউয়ে কমবয়সীরা বেশি আক্রান্ত, মৃত্যুর হারও বেশি
    • কিন্তু কর্মরতদের সকলের টিকা নেওয়া হয়নি
    • কর্মীদের জন্য বণিকসভা টিকার ব্যবস্থা করুক
    • হোটেল কর্মীদের টিকা আবশ্যক, শ্রমিকদের টিকা অগ্রাধিকার পাবে

    এদিনও টিকানীতি নিয়ে কেন্দ্রকে দুষেছেন কেন্দ্র। তাঁর অভিযোগ, ‘ভ্যাকসিনেও জিএসটি বসিয়েছে কেন্দ্র। দাবি মতোন ভ্যাকসিন পাঠাচ্ছে না তারা।’