|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নঘরিয়া গ্রাম। সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা। এলাকায় ব্যাপক বোমাবাজি। আহত বেশ কয়েকজন। পঞ্চায়েত প্রধান রোহিমা বিবির দেওয়োর দাউদ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জমি বিবাদের জেরে এলাকায় শনিবার সকালে সালিশি সভা বসে। সেই সালিশি সভায় সংঘর্ষে জড়িয়ে পরে তৃণমূল প্রধানের স্বামী জাহিরুল শেখ ও পঞ্চায়েতের তৃণমূল মেম্বার আয়ুসি বিবির স্বামী লাকি শেখ। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। চলে গুলি এবং ব্যাপক বোমাবাজি। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। একজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।