|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: নাড্ডার নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনায় নতুন স্লোগান ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে। পরিবর্তন চাইছে জনতা। বাংলায় পরিবর্তন হবেই। পদ্ম ফুটবে বাংলায়। নবদ্বীপে চটির মাঠের জনসভা থেকে পরিবর্তন যাত্রার সূচণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের পাঁচটি জায়গা থেকে এই পরিবর্তন যাত্রার করবে বিজেপি। তার প্রথমটি শুরু হল শনিবার নবদ্বীপ থেকে। বাংলায় জন সংযোগে বিজেপির এই রথ যাত্রা বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন মালদহের কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন মোদী সরকার পিএম কিষাণ প্রকল্প চালু করেছেন। সারা দেশের লক্ষ লক্ষ কৃষক এর উপকার পেয়েছেন, একমাত্র পশ্চিমবঙ্গের কৃষকরা ছাড়া। মুখ্যমন্ত্রীর জেদের কারণেই বাংলার কৃষকরা বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন নাড্ডা। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল এব্যাপারে কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন বলেন, সব জায়গাতেই দেখা যাচ্ছে পিসি ও ভাইপোর হাতজোর করা ছবি। তা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার জানাতে তৈরি বলেও মন্তব্য করেন তিনি। জেপি নাড্ডা দাবি করেন বাংলায় পদ্ম ফুটবেই, নিজেই প্রশ্ন তোলেন চার চোর কোন হ্যায়।