নির্বাচন প্রাক্কালে বহুত প্রচলিত রাজনৈতিক স্লোগান

 

    বাবলু হাসান লস্কর , নতুন গতি,দঃ চব্বিশ পরগনা:
    গড়তে দেশ রুখতে চিন , কংগ্রেসকে ভোট দিন।
    জয় জওয়ান জয় কিষান।
    ইন্দিরা হটাও ,দেশ বাঁচাও।এক শেরনী শ লাঙ্গুর।
    চিকমাগালুর ভাই, চিকমাগালুর । রায়বরেলি ভুল করেছে, চিকমাগালুর করেনি।।
    সিপিএম জেনে রাখো ,ইন্দিরা গান্ধী মরেনি।।
    দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই ।
    দু আনা সের বেগুন কিনে ,মনে হল প্রফুল্ল ।
    বাড়িতে এসে কেটে দেখি সব কানা অতুল্য।।
    গলি গলি মে শোর হ্যায়,রাজীর গান্ধী চোর হ্যায়।।
    যত তক রয়েগা সমোসেমে আলু ,
    তব তক রহেগা বিহার মে লালু।।জোড়া বলদে দুধ নেই কংগ্রেসের ও ভোট নেই ।
    শুনলেও হাসি পায় কাঁটা হাতে ভোট চায় ।
    চিনের চিহ্ন কাস্তে হাতুড়ি,পাকিস্তানের তারা এখনো ও কি বলতে হবে
    দেশের শত্রু কারা।সিপিএমের তিনটি গুণ,লুট দাঙ্গা,মানুষ খুন ।
    দিনের বেলায় কৌটা নারায়। রাতে করে ফিস্ট, এরাই আবার চেঁচিয়ে বলে আমরা কমিউনিস্টের ।।
    তোমার হাতে শাসন কাঠি, তোমার ক্যাডার তুমি নাচাও। নিজের ছেলের শিল্পপতি। তখন বলছ শিল্প বাঁচাও।।কেশপুর সিপিএমের শেরপুর।।
    চুপচাপ ফুলে ছাপ ।
    বদলা নয় ,বদল চাই।
    ঠান্ডা, ঠান্ডা ,কুল কুল, আবার জিতবে তৃনমুল ।
    খেলা হবে,,,, ,