বাঘের সাথে মোকাবিলাতে বারুইপুর পুলিশ জেলার নতুন পদক্ষেপ

নতুন গতি প্রতিবেদক : ইদানীং সুন্দরবনের জঙ্গল থেকে বাঘের লোকালয় আগমন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে গোসাবা, সুন্দরবন উপকূল থানা, কুলতলি থানা, মইপিঠ উপকূল থানা, ঝড়খালি উপকূল থানার বন সংলগ্ন কয়েকশো গ্রামের বাসিন্দারা।

    জেলার ফরেস্ট বিভাগ এবং পুলিশের সহযোগিতাতে প্রত্যেকটি বাঘের ঢুকে পড়ার ঘটনা সার্থক ভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে, ধরা পড়েছে বাঘও এবং তাতে কোন মানুষের শারীরিক ক্ষতিও হয়নি।

    এই দিকটিকে মাথায় রেখেই বারুইপুর পুলিশ জেলার সুপার শ্রী বৈভব তিওয়ারি, আই পি এস উদ্যোগ নেন সংশ্লিষ্ট এই পাঁচটি থানার পুলিশদেরকে ফরেস্ট বিভাগের মাধ্যমে আরো প্রশিক্ষিত করার।

    গতকাল বারুইপুর এস পি অফিসের কনফারেন্স হলে আমন্ত্রিত ছিলেন ডি.এফ.ও শ্রী মিলন কান্তি মণ্ডল এবং সহকারী ডি.এফ.ও শ্রী অনুরাগ চৌধুরী। ডিজিটাল স্ক্রিন এর মাধ্যমে তাঁরা ট্রেনিং দিলেন উপস্থিত পাঁচ থানার অফিসার ও সিভিকদের।