শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধিত অন‍্যধারার শিক্ষক রাধাপদ ঘোষ

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা: হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি একাশি বছরের প্রাক্তন শিক্ষক রাধাপদ ঘোষকে সংবর্ধিত করা হয়।

    অকৃতদার এই শিক্ষক এত বছর শিক্ষকতা করেও ছাত্র পড়িয়ে তাঁর অতৃপ্তির কথা জানান। তিনি অশ্রুসজল কন্ঠে বর্তমান প্রজন্মের শিক্ষকদের কাছে আবেদন রাখেন তাঁরা যেন ছাত্র-ছাত্রীদের চাহিদা অনুযায়ী, ইচ্ছে অনুযায়ী শিক্ষা দান করেন। শিক্ষক রাধাপদ ঘোষ তাঁর উপার্জিত অর্থের সবটাই ছাত্রদের কল্যাণে ব্যয় করেছেন। এখনও তাঁর প্রাপ্ত পেনশনের অর্ধেক ছাত্র-ছাত্রীদের জন্য ব্যয় করে থাকেন। এদিনের অনুষ্ঠানে এই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের অস্থায়ী শিক্ষাকর্মী অবসরপ্রাপ্ত হেনাবালা হালদারকেও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ইতিমধ্যে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে গৃহীত ‛এগিয়ে চলো সঙ্গে আছি’ কর্মসূচিতে যুক্ত দশ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীকে গোলাপ দিয়ে বরণ করে তাঁদের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন শিক্ষকতাকে সেবা হিসেবে গ্রহণ করার জন্য বর্তমান শিক্ষকদের কাছে আবেদন রাখেন। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা নাচ-গান- আবৃত্তি সহযোগে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

    উপস্থিত ছিলেন প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ভড়, সুশান্ত রায়, মনামী মুখার্জি, উদয় দাস, প্রশান্ত চক্রবর্তী, সঞ্জয় পাল, সমরেশ সরদার, আল আমিন গাজী, মহুয়া মন্ত্রী প্রমূখ।