মালদার বাধাপুকুর মোড়ে চালু হল নতুন আধুনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম

মালদা: মালদার বাধাপুকুর মোড়ে চালু হল নতুন আধুনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম। বৃহস্পতিবার বাইপাশের উপর এই ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার( হেড কোয়াটার) প্রশান্ত দেবনাথ, ডেপুটি পুলিশ সুপার(ট্রাফিক) বিপুল ব্যানার্জি, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,সাংসদ মৌসম নূর, বিশিষ্ট সমাজসেবী নরেন্দ্রনাথ তেওয়ারি সহ জেলা পুলিশের অনান্য কর্তা আধিকারিকেরা।

    শহরের বাইরে দিয়ে জাতীয় সড়কের বাইপাস রাস্তা চালু হলেও এতদিন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ছিলনা। ফলে বাধাপুকুর মোড়ে বাইপাসে উঠতে ও মালদা শহরে ডোকার রাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হচ্ছিল ট্রাফিক কর্মীদের। এমনকি বাধাপুকুর মোড়ে বাড়ছিল যানজট। জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে বাধাপুকুর মোড়ে ট্রাফিক সিস্টেম বসানোর উদ্যোগ নেওয়া হয়।