|
---|
বর্ধমানে নতুন বছরের লরিতে পিশেদিল একই পরিবারের পাঁচ জনকে
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, বর্ধমান ;নতুন বছরের রাতে গলসী শিকার পুরে বালি লরির দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু। ঘুমন্ত অবস্থায় একটি পরিবারকে পিষে দিল একটি বালির লরি। ঘটনায় দুই শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির শিকারপুর এলাকায়। স্থানীয়রা ঘাতক লরি-সহ বেশ কিছু বালির লরিতে আগুন লাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ বৈধ অবৈধ সব রকম মিলিয়ে বালি খাদান মালিক, পুলিশ প্রশাসন ও এলাকার শাসক দলের নেতারা টাকা খেয়ে রাতের অন্ধকারে অভারলোডিং বালি গাড়ি এই রাস্তা দিয়ে পাস করাছে, এবং শিকার পুরের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, এদিকে নজর নেই জেলা প্রশাসনের। তবে এই মুহূর্তে গ্রামবাসী চাইছেন, এর এক সুফল বের করা হোক নতুবা বালি কারবার বন্ধ হোক।